STAR KID | BENGALI STORY

 স্টার কিড

-মধুমিতা

Star kid story

"হ্যালো ডার্লিং, অল দি বেস্ট, আর তারপর ফিউচার প্ল্যান কি বলো, বাই দা ওয়ে,তোমাকে কবে রুপোলি পর্দায় দেখবো সুইট হার্ট ?"

যার উদ্দেশে কথাগুলো বলা হলো ফোন এর ওপারে, সে রিম, রিম সেন, বিখ্যাত অভিনেতা রাহুল সেন এর এক মাত্র আদরের ধন।

রিম এবছর ইকোনমিকস নিয়ে দিল্লীর এক নামজাদা কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করেছে, অসাধারণ পার্সেন্টেজ, রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে অসংখ্য শুভেচ্ছাবার্তা এর বন্যা।

রিম এর ইচ্ছে সাগরপাড়ের কোনো এক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী করার, আর একটা ইচ্ছে, যেটা কিনা প্রায় জন্মের সাথে সাথেই তার শিরা-উপশিরাতে বাহিত হচ্ছে, সেটা হলো, অভিনয় জগৎ-নায়িকা হওয়া।

রিম এর বাবা একজন বিখ্যাত অভিনেতা, ছোটবেলা থেকেই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন-পার্টি-পেজ 3, এগুলো তার ভীষণ চেনা, মাত্র 3 বছর বয়স থেকেই সে গুচ্ছ গুচ্ছ অফার পেয়ে আসছে, কিন্তু তার বাবার একটা অনড় শর্ত ছিল, গ্রাজুয়েশন কমপ্লিট না করে, সে ক্যামেরা এর সামনে দাঁড়াতে পারবে না।

একুশ বছরের রিম এর মোম মসৃণ গমরঙের ত্বক, পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট, কাঁধ অবধি বারগেনডি কালার এর আয়রন করা চুলের বাহার-মিষ্টি পুতুল এর মতো মুখশ্রী-ভারতনাট্যম এ নিপুনা, তাকে যে নায়িকা হিসাবে একদম টপ লিস্টে রাখবে তাই নিয়ে অনেক পরিচালক এবং প্রযোজক নিশ্চিত।

রিম ও জানে, সে একবার জাস্ট একটা কল করলেই, বিখ্যাত পরিচালক এবং প্রযোজনা সংস্থা তাদের নতুন প্রজেক্ট এর জন্য রিম কে সিগনেচার করাবে, এতো দিন বাবার শর্ত ছিল, এখন সে স্বাধীন ||


"হেই রিম,হোয়াট এবাউট দি পার্টি ?? "

রিম হেসে জানালো খুব শিগগিরই ইনভিটিশন যাবে।

বাপরে, বিখ্যাত অভিনেতা এর একমাত্র সুন্দরী কন্যা দুর্দান্ত রেজাল্ট নিয়ে কলেজ পাস করেছে,সেটা পেজ 3 নিউজ না হলে চলে... 

সকাল থেকে আজ জুহু বিচের পাশেই বিখ্যাত বাংলো "তপস্যা" এ সাজো-সাজো রব, আজ এলাহী পার্টি।

লিস্ট মিলিয়ে আগেই সবার কাছে পৌঁছে গেছে, বিখ্যাত তারকাদের  সমাবেশ আজ আরও একবার উজ্জ্বল করে তুলবে বিখ্যাত এই বাংলোকে।

রাহুল সেন, বাবা ছিলেন বিখ্যাত সুরকার, খুব ইচ্ছে ছিল ছেলেদের তিনি সুরের ভেলায় ভাসাবেন, কিন্তু বড় ছেলে হয়ে গেল বিখ্যাত অভিনেতা আর ছোটছেলে ডাক্তার, সুতরাং গানের চর্চা আর তেমন ভাবে বইলো না।

পার্টি শুরু হোলো জোরকদমে 

সেলিব্রেশন এন্ড সেলিব্রেশন।

রিম একটা লাল রঙের ডিজাইনার গ্রাউন্ গলিয়ে যেন রূপকথার পরি। ক্যামেরা ফ্ল্যাশ হচ্ছে মুহূর্তে,মুহূর্তে... 

মিস্টার আগারওয়াল এগিয়ে এলেন, মাইক হাতে নিয়ে, আজ এই সুন্দর দিনে আরও একটা সুন্দর খবর,

তার প্রযোজনা সংস্থা আগামী প্রজেক্ট এর জন্য নায়িকা হিসাবে সাইন করাবে... 

বিউটিফুল মিস রিম সেন কে।

বিপরীতে নায়ক, সকলের হার্টথ্রোব ঋষি কুমার।


     সমবেত হাততালিতে কেঁপে উঠলো বাংলো। রিম কেক কেটে, পোজ দিলো সাংবাদিকদের। মিস্টার রাহুল সেন, গর্বিত পিতা হিসাবে ছোট্ট একটা স্পিচ দিলেন। পার্টি মধ্যরাত পেরিয়ে গেল...


     পায়েল, পায়েল সিনহা,  নিবাস কলকাতা, মাস কমিউনিকেশন এর ছাত্রী, কলেজ শেষ করে মুম্বাই এর এক মাঝারি মানের কোম্পানিতে চাকরি করতে গিয়ে হটাৎ একটা ফটোশুট, একটা ফিচার ফিল্ম, অভিনয় এর নেশা চেপে বসলো মাথায়। গডফাদারহীন ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের মাটি শক্ত করতে হলে যে কি পরিমান ধৈর্য আর অধ্যাবসায় প্রয়োজন, পায়েল উপলব্ধি করলো কিছুদিনের মধ্যেই, একের পর একটা অডিশন, ফটোশুট, লাভের লাভ ডিপ্রেশন আর খরচ, চাকরি বাঁচিয়ে এতো ধকল নিতান্তই সাংঘাতিক, কিন্তু প্যাশন... 

দুর্নিবার আকর্ষণ... 

সে যথেষ্ট ভালো অভিনেতা সেটা টের পেয়েছে ইতিমধ্যেই, সুতরাং চেষ্টা আর চেষ্টা। কিছু নোংরা প্রলোভন কিছু মিথ্যা প্রতিশ্রুতি, তাও সে অবিচল।

     রিম সেন হাতে স্ক্রিপ্ট নিয়ে পায়চারি করতে করতে মুখস্ত করছে, ভীষণ এক্সসাইটেড, আফটার অল ফার্স্ট ব্রেক।

রোমান্টিক মুভি...  দুটো গানের শুট রোমে। দৈনিক এক সংবাদপত্রে ফলাও করে বিস্তারিত প্রি শুট কনভার্সেশন।

অবশেষে শুটিং শুরু হলো...

রিম সেটে যেতেই সবাই রীতিমতো সেলিব্রিটি সুলভ আতিথেয়তা আরম্ভ করলো, যদিও এসব নতুন কিছু নয়, এর আগে ও শুধু মাত্র সেলেব্রেটি বাবার আদরের কন্যা হিসাবে সে অনেক অনেক অযাচিত আতিথেয়তা পেয়ে অভ্যস্ত।

রিম ঘড়ি দেখলো, সুপারস্টার নায়ক খানিকটা লেট, ভ্রু কুঁচকে মেকআপ ভ্যান এর দিকে এগিয়ে গেল সে।


     দামি বিদেশী গাড়ি থেকে নামলো ঋষি কুমার। মোটামুটি পৌনে এক ঘন্টা লেট, আরে বাবা সে লেট করবে না তো, কে করবে? 


"হাই রিম..."

রিম মেকআপ ভ্যান থেকে নামতেই ঋষি এগিয়ে গেল।


সত্যি একেই বলে হার্টথ্রোব। সুপারস্টার হতে ঠিক যা যা দরকার, ঋষি কুমার একদম পারফেক্ট। রিম এর মনে ভালোলাগা তৈরী হলো।

শুটিং চলছে, বেশ অনেকবার রি-টেক হচ্ছে রিম এর দৃশ্যগুলো, রিম ক্রমশ উপলব্ধি করছে, সে নায়িকা হতে চাইলে ও অভিনয় নামক শিল্পটি তার বশে আনা কঠিন বটে...

ঋষি কুমার একের পরে একটা দুর্দান্ত শট দিচ্ছে, বিশেষ করে ভিলেনকে মারার সময় ব্যাপারটা যেন, 

উফফফফ!



পায়েল আজ একটা নামী প্রযোজনা ব্যানারে অডিশন দিতে যাবে, আগারওয়াল ফিল্মস, ওদের নতুন প্রজেক্ট, নতুন নায়িকা, নায়িকার বন্ধু হিসাবে নির্বাচন পর্ব চলছে, বেশ ভালো পেমেন্ট, খবরটা অফিস এর এক কলিগ কাম বন্ধু দিতেই, হাফ-ডে নিয়ে ছুট।

প্রযোজনা অফিসে বেশ ভিড়, পায়েল কিছু বেসিক ফর্মালিটি পূরণ করে নিয়ে লবিতে বসলো।

নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না, পায়েল আরও একবার ইমেইলটা পড়লো, হুরররে, সে সিলেক্টেড, 

সত্যি এতো এতো পরিশ্রম, এতো এতো মনখারাপ আজ সার্থক।


     "রিম,শুটিং কেমন চলছে ? কোনো অসুবিধা হলে জানিও," রাহুল সেন ডিনার টেবিলে এসে বসলেন।

রিম, ঋষিকে মেসেজ লিখছিলো... নিছক প্রফেশনাল, মুখ তুলে তাকালো, কিছুটা গম্ভীর, আসলে সে ঋষি এর ব্যাপারে বেশ খানিকটা দুর্বল হলেও, ঋষির মনোভাব, জাস্ট কো-এক্টর।


রিম আগেই জানতো পায়েল সিনহা বলে একজন তার প্রিয় বান্ধবী এর চরিত্রটা করবে,আজ সেটে এসে দেখলো একটি অপরিচিত মেয়ে,যথেষ্ট স্মার্ট এবং সুন্দরী


    "হাই রিম, শি ইজ পায়েল"

ডিরেক্টর আলাপ করিয়ে দিলেন।


শর্ট রেডি... 

লাইট-ক্যামেরা-অ্যাকশন 

ক্যামেরা নায়িকা আর তার প্রিয় বান্ধবী এর একটা মজার সিন্ টেক করছে... পায়েল যেন রিমকে দাপিয়ে দিয়ে অভিনয় করছে। ইনফ্যাক্ট দুটো  ডায়লগ বলার সময় সেটের সবাই হাততালি ও দিল।


ও জাস্ট ননসেন্স!

রিম সেন, যে কিনা বিখ্যাত স্টারকিড, তার সামনে একটা সাধারণ মেয়েকে নিয়ে... 

রিম শুটিং ক্যানসেল করে দিল,ভীষণ নাকি শরীর খারাপ লাগছে তার। এক বিখ্যাত গসিপ চ্যালেন ছুট্টে এলো... নেক্সট এপিসোড এর কনটেন্ট বলে কথা!।

পরের দিন শুটিং শেষে রিম মিস্টার আগারওয়াল কে ফোন করলো... 

"হাই,ডিয়ার শুটিং তো বাড়িয়া চল রাহা হেই... এনিথিং রং ডিয়ার?"

রিম জানালো, পায়েল মানে তার প্রিয় বান্ধবী এর ক্যারেক্টারটা যদি একটু শর্ট করে দেওয়া যায়... 


"ওকে ডিয়ার, হো জায়েগা, আরে ইতনা ভী না টেনশন লো, আউর পায়েল, ইন্ডাস্ট্রিমে বহুত হ্যায়, আপ সির্ফ আপনা পাপা কা নাম রওসান কারো..."


পরদিন সেটে এসে পায়েল জানতে পারলো, তার চরিত্রটা অনেকটা বাদ পড়েছে,মন খারাপ হয়ে গেল তার। শুটিং ফ্লোর এর পিছনের বাগানে গিয়ে মা কে ফোন করে কথা বলবে... 

ঋষি কুমার!

পায়েল এর হার্টবিট সাইরেন বাজাতে আরম্ভ করলো। সে জানে এই মুভির এর নায়ক ঋষি কুমার, কিন্তু তার সাথে কোনো স্ক্রিন শেয়ার নেই, আর সত্যি কথা বলতে, পায়েল ঋষি কুমার এর ভীষন গুণমুগ্ধ।


ঋষি নিজে থেকে এগিয়ে এলো, (ভাঙা বাংলায়...)

"আমি আপনার কিছু সিন দেখেছি, ভীষন ভালো লেগেছে, ইনফ্যাক্ট হ্যাপি টু সে, ইউ আর এ ব্রিলিয়ান্ট এক্টর, অল দি বেস্ট ফর ফিউচার..."


মানে...! পায়েল হতবাক, সুপারস্টার ঋষি কুমার তার অভিনয়? 

এটা কি স্বপ্ন? পায়েল হটাৎ কেমন যেন ভরসা পেয়ে বললো... 

"ফিলিং ব্যাড, মেরা ক্যারেক্টার ছোটা হো গিয়া"

"সো হোয়াট..." ডিলিট তো নেহি হুয়া, এন্ড ইউ নো, ইতনা বড়া ইন্ডাস্ট্রিমে ইতনা সব হোতা হ্যা"

ঋষি কুমার নিজের গাড়ির দিকে পা বাড়ালো, পায়েল একরাশ সম্মান-ভালোলাগা আর আত্মবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলো।


রিম এর কাছে দুটো অ্যাড এজেন্ট বসে আছে। তাদের নেক্সট মডেল হিসাবে সিগনেচার করাবে বলে, আসলে তার বাবা সকালেই ফোন করে দিয়েছিলো এজেন্সি এর কর্তাদের। রিম সেন  নিজে ডিসিশন নিলো সে কোন রঙের ডিজাইনার কালেকশন পড়বে, মেকআপ কেমন হবে, জাস্ট ফর্মালিটি হিসাবে এজেন্সি এর কো-অর্ডিনেটরকে একটা মেসেজ করবে, এভরিথিং ডান।

নিজের মনে হাসলো রিম... রিয়েলি তার নামের আগে কেয়ার অফ মিস্টার রাহুল সেন আছে বলে... আফটার অল সি ইজ আ স্টারকিড।


শেষ হোলো ইনডোর শুটিং জাস্ট দুটো গানের শুট রোমে... পরিচালক গুপ্তা আবার বেশ মজার মানুষ, একটু ঠাট্টা-ইয়ারকি খুব পছন্দের, বিশেষ করে ইন্ডাস্ট্রি এর গরম-নরম চটপটি... তাই একটা শো পরিচালনা করছেন  রেইনবো চ্যানেল এ 

"মাস্তি এন্ড ফ্রেন্ডস" রিম সেন আর রাহুল সেন আজকের গেস্ট।

শুরু হোলো প্রশ্নপর্ব... 

ফেভারিট কালার ?? 

ফেভারিট কো-স্টার ?? 

ফেভারিট মুভি ?? 

রিম হেসে লুটোপুটি খেয়ে উত্তর দিচ্ছে...


ইতিমধ্যেই পায়েল এর অভিনয় দক্ষতা নিয়ে একটি সংবাদপত্র দুটো লাইন খরচ করেছিল, ইন্ডাস্ট্রি ভবিষ্যতে একজন প্রতিভাময়ী অভিনেতা পাচ্ছে জানিয়ে।

পরিচালক মহাশয় ছোট্ট করে বেশ একটু তির্যক ভাবে রিম কে প্রশ্ন করলেন ?

"বাই দা ওয়ে, এনিথিং ফর এনি আদার  উপকামিং স্টার?"

রিম মুখ বেকিয়ে আকাশ থেকে পড়লো... 

"ও প্লিজ... কিতনে স্টার আয়েগা-জায়েগা"


মুভি রিলিজ করলো।

ঋষি কুমার আবার ও অসাধারণ-দুর্দান্ত-সুপারহিট, পোস্টারে মালা, চূড়ান্ত উন্মাদনা, তুলনায় রিম কেমন যেন ফ্যাকাসে, উন্মাদনা আছে একটা কিন্তু সেটা আসলে... 

 

মুভি রিভিউ... 

প্রশংসার বন্যা ঋষি কুমার এর জন্য, পায়েল ও নাকি নজরে পড়েছে  দর্শকদের। স্টারকিড রিম এর রূপের প্রশংসা ঢালাও....

অ্যাওয়ার্ড ফাংশন, যথারীতি বেস্ট এক্ট্রেস ডেবিউ "রিম সেন" বেস্ট এক্টর  "ঋষি কুমার"


উফফফ, রিম হাতে করে ট্রফি টা নিয়ে চুমু খাচ্ছে... সমবেত হাততালি আর কিছু ঝুঠা  প্রশংসার বন্যা। আরও দুটো নতুন অফার এর ঘোষণা, রাহুল সেন গর্বিত পিতা... স্টারকিড ইস স্টারকিড।


পায়েল খুব আনন্দিত তার চরিত্রটা কেটে ছোট করে দিলেও, তার অভিনয় প্রশংসা পেয়েছে, না আর কোনো নতুন অফার সে এখনো পাইনি... আসলে এরকম হাজার হাজার "পায়েল" এরা স্টারকিড নয়, সত্যিকারের স্টার, তাই তারা সর্বদাই অমলিন। টিভিতে ফাঙ্কশনটা দেখে পায়েল সবে টিভিটা বন্ধ করতে যাবে, মোবাইলে একটা মেসেজ ঢুকলো... 


মা পাঠিয়েছে 

Proud of you my Star Kid...


অলংকরণ: মৌলী চক্রবর্তী ( @__mouli_chakraborty__ )


Comments