What A Freedom | Special Issue | Piprerdol.com



 কভার : দীপঙ্কর রায় 
ইনস্টাগ্রাম : @tomader_dipu

-:"ভাঙা কলম":-


স্বাধীন ভারতবর্ষ 


১৫ ই আগস্ট আবার এল
আগামী কাল সকলে ভুলে যাবে। 
সারাবছর জাতীয়তাবাদের নাম গন্ধ নেই
শুধু একটা দিন সবাই নাচে গানে মত্ত। 
কেউ মনে রাখেনা কত রক্ত করেছিল
কত পরিনত, অপরিনত প্রান দিয়েছিল। 
এই হল আমার ভারতবর্ষ
যেখানে ঘুটে কুড়োনো বুড়িরা সারাদিন চরকি কাটে—
একবেলা খাওয়া জোটে তো, একবেলা উপবাস—
এরা কারা? 
ভারতের পুরনো নাগরিক - দেশের কারিগর 
আমরা যারা বেশ আছি
তারা জানিনা ফুটপাথে কুকুরের সাথে ঘুমোনো —
বড়ো কঠিন, শক্ত-রক্ত ঝরে বুকে —
তবু সবকিছু সয়ে মানুষ বেচে থাকে
কারন দেশটা ভারতবর্ষ - বড় সহিষ্ণু
না বলা কথা এদের চোখে ভাসে
স্বাধীনতার এত বছর পরেও ১৫ ই আগস্টে
এরা না খাওয়া পেটে খোলা আকাশের তলায়। 
এটা আমাদের দেশ —
এটাই আমাদের ভারতবর্ষ....। 
১৫ ই আগস্ট এল, আর গেল-
জানিনা আমার দেশ ভারতবর্ষ
আকাশ ছুঁতে পারল কিনা।। 

লেখা : তরুণ কুমার রায়
ফেসবুক : @tarunkumar.ray.16
---------------------------------------------------
আঁকা : মনীষা পাল
ইনস্টাগ্রাম : @Color.ur.dreams

-:"কল্পিত উপকথা":-


তে-রঙা


    ছোট্ট এক গঞ্জ। সেখানকার  মানুষ বড্ড সুখে থাকে- পরষ্পরকে ভালোবাসে; অপরকে পর মনে করে না ; উৎসবে একত্রে আনন্দ করে ; বিপদে হাতে লাগায় হাত। তাই, গঞ্জটি থাকে শান্তিছায়ায় শীতল।
   তবে, এ শান্তি বজায় থাকল না বেশি দিন। ধর্ম - আফিম এসে এলোমেলো করে দিলো সহজ মনগুলিকে। ভাগ হলো উপাসনালয় ; ভাগ হলো আচার। মনে দানা বাঁধলো ' আমরা-ওরা'। সেই ফাটল দিয়ে বেরিয়ে আসতে থাকল বিদ্বেষ-লাভা। তা ধীরে ধীরে ঢেকে দিলো শান্তির আবাদ।
    সেদিন ঘোর বর্ষা। আকাশ জুড়ে কালো মেঘ। মানুষের মনেও সেই মেঘেরই ছায়া। সাতসকালে গঞ্জের প্রাণকেন্দ্রে বাজার বসেছে ; যেমন বসে।হঠাৎ, মিছিলের গর্জনে থমকে  দাঁড়ালো পথচলতি, বাজার -ফেরতা মানুষ। দেখা গেল তিনটি প্রধান রাস্তা দিয়ে মিছিল এগিয়ে আসছে গঞ্জের প্রাণকেন্দ্রে। দুটি দলের হাতেই হরেক অস্ত্র, চোখে আগুন। এক দলনেতার হাতে সবুজ আর অন্য দলনেতার হাতে গেরুয়া পতাকা। পতাকাদুটিই দীর্ঘ, দৃঢ দন্ডের আগায় পত্পত্ করে উড়ছে। তৃতীয় দলটি অস্ত্রহীন। তাদের দলনেতার পতাকার রঙ সাদা। তাঁরা সবুজ-গেরুয়ার আশু সংঘর্ষের বিরোধী ; শান্তির বার্তাবাহী। যখন দলতিনটিই মুখোমুখি ; সংঘর্ষ কেবল সময়ের অপেক্ষায় - ঠিক তখনই বাজারের বড়ো ঘড়ির সাইরেনে বেজে উঠলো বিপদ সংকেত। জানা গেল, গঞ্জের লাগোয়া নদীর বাঁধ ভাঙছে!!
   বিপদে সচকিত হলো মানুষ। লড়াই থামিয়ে সক্কলে বললো, "চলো যাই, বাঁধ সারাই "। মিছিলের ভিন্ন স্বর বদলে গেল এক সুরে। হৈ হৈ করে তারা ছুটলো বাঁধ মেরামত করতে। এবং করলোও। সব মানুষ এক হলে, সব মননে সাম‍্য এলে কোন কাজই বা আজ পর্যন্ত পড়ে থেকেছে? তাই দামাল, ধ্বংসলোভী নদীটি বশে এলো।বেঁচে গেল জীবন, জীবিকা, আবাস।
    দলনেতারা তাদের পতাকা গুলিকে নদী তীরের নরম মাটিতে গেঁথে দিয়েছিল। অসমতল নদী পাড়ে তাদের উচ্চতার হেরফের হয়েছিল খানিক। নদী বাঁধ সারানোর উত্তেজনায় ওরা এই সব ব‍্যাপার খেয়ালই করেনি।
   
   উপরে গেরুয়া, মাঝে সাদা, আর নীচে সবুজ- এই তিন ভিন্ন পতাকাকে দূর থেকে আলাদা করা যাচ্ছিল না মোটেই। দূর থেকে মনে হচ্ছিল, তেরঙা পতাকার নিচে মানুষ যেন জীবনের জয়গান গাইছে।


লেখা : পার্থ পাল
ফেসবুক : @tukaipartha
------------------------------------------------
আঁকা : মৌলী চক্রবর্তী 
ইনস্টাগ্রাম : @__mouli_chakraborty__

-:"হস্তশিল্প":-


ভারতবর্ষ এবং তেরাঙ্গা পতাকা

আজ ১৫ই আগস্ট ২০২০, আমাদের ভারতবর্ষের ৭৪ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ঠিক এই দিনটিতেই দিল্লীর লালকেল্লায় তেরাঙ্গা পতাকা উন্মোচনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে দাসত্বের অবসানে সূচনা হয়েছিল এক স্বাধীন ভারতের।


        আর তাই, ভারতবর্ষ এবং তেরাঙ্গা পতাকা দুটিকে একসাথে ফুটিয়ে তুলতে চেয়েছি আমার হস্তশিল্পের মাধ্যমে।
এটি বানাতে লেগেছে : গেরুয়া, সাদা, সবুজ ও নীল রঙের ৫মি. মি. কুইলিং পেপার, কুইলিং নীডল, ফেভিকল গ্লু, কাঁচি।

শিল্পী : স্বর্ণালী মণ্ডল 
ইনস্টাগ্রাম : @creative_oli


-:"পিঁপড়েদের সংঙ্গীত চর্চা":-

শিল্পী : No Religion
ফেসবুক : @noreligiontheband

-:"ভক্ষকক্ষ":-


ত্রিবর্ণ মিনি প্যানকেক


সবার আগে প্রথমত আমি প্রতিটি ভারতীয়কে জানাই শুভ স্বাধীনতা দিবস।প্রাচীনকালে, বিশ্বজুড়ে মানুষ ভারতে আসতে আগ্রহী ছিল এবং অনেক দেশ ভারতে শাসন করেছিল। অনেক লড়াইয়ের পরে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। আজকের ইস্যুর জন্য আমি মিনি প্যানকেকস তৈরি করলাম জাতীয় পতাকার তিনটি রঙ নিয়ে| তো আর দেরি না করে দেখুন আপনি কীভাবে এই মিনি  ত্রিবর্ণ প্যানকেকগুলি বানাতে পারেন।
প্রণালী-
১. একটি বাটিতে এক কাপ গুড়ো চিনি  নিন।
২. বাটিতে এক কাপ ময়দা, বেকিং সোডা এক চা চামচ, এবং এলাচ গুড়ো আধা চা চামচ যোগ করুন ।
৩. এক চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং এক কাপ দুধ দিয়ে মিক্স করে নিন|
৪.তিনটি বিভিন্ন বাটিতে ব্যাটারটি নিন। দুটি আলাদা বাটিতে জাফরান রঙ এবং সবুজ রঙ দিয়ে মিক্স করুন।
৫. একটি প্যানে কিছুটা মাখন ব্রাশ করুন এবং প্যানকেকগুলি একে একে ভাজুন। 
৬. প্রথমে  সাদা প্যানকেকগুলি ভাজুন এর পরে জাফরান এবং সবুজ রঙের প্যানকেকস ভাজুন|
৭. এক চা চামচ পরিমাপ নিন এবং প্যানকেকসগুলো একে একে ভাজুন।
৮.প্যানকেকগুলি আপনার পছন্দ মতো ফল এবং মধু দিয়ে পরিবেশন করুন|
এই রেসিপিটি খুব সহজ।এই রেসিপিটি তৈরি করলে পিঁপড়ের দলকে ট্যাগ করতে ভুলবেন না|

রেসিপি : নিবেদিতা মল্লিক
ইনস্টাগ্রাম : @thehungrygourmand


-:"চিত্রকলা":-



ছবি : মণীষা ঘোষ
ইনস্টাগ্রাম : @mil__i


ছবি : সোহম চট্টোপাধ্যায় 
ইনস্টাগ্রাম : @_schatterje_


ছবি : শ্রেয়সী চক্রবর্তী  
ইনস্টাগ্রাম : @leftbrain_creationss_

-:"লেন্সের ওপারে":-



ছবি : স্মিতশ্রী পাল
ইনস্টাগ্রাম : @dairyofamessyhuman

-:"অদ্বিতীয়":-


স্বাধীনতা... তুমি শুধু চারটে অক্ষর নও... অধ্যায় 


আরও একটা স্বাধীনতা দিবস, আবার ও একটা নির্ভেজাল ছুটি ( যদিও এখন করোনা এর জন্য প্রায় অনেকেই বাড়িতে থেকে অফিসের কাজ করছেন ), এবছর আর কোনো স্কুলগুলোতে পতাকা উঠবে না, থাকবে না কচিকাচাদের প্যারাড, থাকবে না সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ||

মার্চের শেষের সময় থেকেই ভারতবাসী " লকডাউন " আর " করোনা " নামক দুটো অচেনা পরিস্থিতির কবলে পরাধীন এবং গৃহবন্ধী ||

অনেক কিছু মুহূর্তের মধ্যেই বদলে গেছে " করোনা " দানব এর ভয়ঙ্কর আস্ফালনে ||

স্বাধীনতা শব্দটা ভীষন শ্রুতিমধুর,আর স্বাধীনতা উপভোগ করতে পারা আরও ভীষন আনন্দের ||

কত রকমের স্বাধীনতা আছে বলুন তো... 
 * অর্থনৈতিক স্বাধীনতা 
 *  মতামত প্রকাশ এর স্বাধীনতা 
 *  নারী স্বাধীনতা 
 ইত্যাদি-ইত্যাদি ||

এই ক্যাটাগরিগুলো নিয়ে অনেক লড়াই হয়েছে-হচ্ছে এবং হবে ||
স্বাধীনতা থাকলেই যে কেউ তার সুস্থ ব্যবহার করবে তার কোনো নিশ্চয়তা নেই, আসলে যে কোনো কিছুর অপব্যবহার... 

শেষ করার আগে বলতে চাই, 
জীবন আসলে একটা অদ্ভুত রোলার-রাইড, কে কখন কিভাবে গেম থেকে আউট হয়ে যাবে জানা নেই, তাই কিছু না মেলা হিসাব হয়তো চিরকাল স্তব্ধ হয়ে থাকবে,স্বাধীনতা পাবে না ||

স্বাধীনতা... তুমি শুধু চারটে অক্ষর নও... 
অধ্যায় ||

লেখা : মধুমিতা গন
ফেসবুক : @honey.mita
-----------------------------------------------
আঁকা : আশংসিতা মুখার্জী 
ইনস্টাগ্রাম : @chitrangada_19



অসংখ্য ধন্যবাদ, আপনাকে এভাবে আমাদের পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা রইল। 


পিঁপড়ের দল
THE imMATURE MAGAZINE

Comments

  1. Outstanding work.I hope the time will come when this magazine will be on everyone's phone.

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আর ভুলগুলি দেখিয়ে দেবেন। আমরা আমাদের সেরাটা দিয়ে ম্যাগাজিনটিকে আরও উন্নত করার চেষ্টা করে যাবো।

      Delete
  2. ভালো লাগলো,আরো বেশি করে ভালোর আশায় রইলাম,

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আর ভুলগুলি দেখিয়ে দেবেন। আমরা আমাদের সেরাটা দিয়ে ম্যাগাজিনটিকে আরও উন্নত করার চেষ্টা করে যাবো।

      Delete
  3. Replies
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আর ভুলগুলি দেখিয়ে দেবেন। আমরা আমাদের সেরাটা দিয়ে ম্যাগাজিনটিকে আরও উন্নত করার চেষ্টা করে যাবো।

      Delete
  4. This magazine is really beautiful ... Happy independence day ❤️

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন আর ভুলগুলি দেখিয়ে দেবেন। আমরা আমাদের সেরাটা দিয়ে ম্যাগাজিনটিকে আরও উন্নত করার চেষ্টা করে যাবো।

      Delete
  5. Awesome Laglo, Happy Independence Day 2020

    ReplyDelete

Post a Comment